নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৯:৩৫। ২৯ আগস্ট, ২০২৫।

মা হারা দুই শিশুর পাশে বাগমারা উপজেলা প্রশাসন : আর্থিক সহায়তা প্রদান

আগস্ট ২৮, ২০২৫ ৭:৪৪
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় মা হারা দুই শিশু ফারদিন (৬) ও ফকরুল ইসলাম (৫)-এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক ইউএনও হিসেবে খ্যাত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বুধবার (২৭ আগস্ট) বিকেলে ওই দুই শিশুর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং স্বজনদের সান্ত্বনা দেন।

নিহত খয়মন বেগমের বাড়িতে গিয়ে শিশুদের মাথায় হাত বুলিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এসময় শিশুদের বাবা আবদুল হান্নান ও স্বজনরা ইউএনওকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিশুদের দীর্ঘমেয়াদি সহায়তার বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করেন।

আরও পড়ুনঃ  রাতভর ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে গেল মার্শাল আইল্যান্ডের পার্লামেন্ট

তিনি জানান, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি এবং জেলা প্রশাসক আফিয়া আখতারের নির্দেশে তিনি দুই শিশুর খোঁজ নিতে গেছেন। শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের জন্য এক লাখ টাকার এফডিআর করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি পরিবারটির অন্যান্য সমস্যাও সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

উল্লেখ্য, গত ২৪ আগস্ট সকালে উপজেলার হামিরকুৎসা-তাহেরপুর সড়কের রামরামায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে খয়মন বেগমসহ তিনজন নিহত হন। তবে মর্মান্তিক ওই দুর্ঘটনায় খয়মন বেগমের দুই সন্তান ফারদিন ও ফকরুল প্রাণে বেঁচে যায়।

মা হারানোর পর থেকেই শিশুরা মানসিকভাবে ভেঙে পড়ে। এখনো তাদের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। অসুস্থ দাদা-দাদির কারণে বাবা আবদুল হান্নান একাই দুই শিশুকে সামলানোর চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ  জকসু নীতিমালার অনুমোদন, সম্পূরক বৃত্তিতে নেই কোন অগ্রগতি

শিশুদের বাবা আবদুল হান্নান বলেন, “ইউএনও স্যারের দেওয়া এই সহযোগিতা ছাওয়ালদের কাজে লাগবে। তাদের জন্যই খরচ করবো। চিন্তা করতে হবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বাগমারায় যোগদানের পর থেকেই নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। দুর্যোগকালীন সহায়তা থেকে শুরু করে ব্যক্তিগত উদ্যোগেও অসহায়দের পাশে থাকার কারণে তিনি স্থানীয়ভাবে “মানবিক ইউএনও” হিসেবে খ্যাতি পেয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।