নিজস্ব প্রতিবেদকঃঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে মুক্তিযুদ্ধের সময়কার একটি মর্টার শেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ২টার দিকে মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৪ জুন) রাতে ঈশ্বরবা গ্রামের আব্দুল কাদেরের বাড়ির পেছনে স্থানীয়রা মর্টার শেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে।
এ সময় বিকট শব্দে বিস্ফোরিত হয় মর্টার শেলটি। জানা গেছে, মুক্তিযুদ্ধের সময় ওই এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা স্থানীয়দের।
সময়ের কথা ২৪ ডটকম।