নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৩:৫০। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

মুক্ত বাণিজ্য চুক্তি করল ভারত-যুক্তরাজ্য, কি কি সুবিধা পাবে নয়াদিল্লি

জুলাই ২৪, ২০২৫ ১০:৪৮
Link Copied!

অনলাইন ডেস্ক : দীর্ঘ আলোচনার পর অবশেষে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত ও যুক্তরাজ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার (২৪ জুলাই) যুক্তরাজ্য সফরে যান। সেখানে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের সঙ্গে বৈঠক করেন তিনি। তাদের দুজনের উপস্থিততে ‘ঐতিহাসিক মুক্ত বাণিজ্য’ চুক্তি হয়।

এই চুক্তির আওতায় ভারত প্রায় ৯০ শতাংশ ব্রিটিশ পণ্যের শুল্ক কমাবে। যা গড়ে ১৫ শতাংশ থেকে ৩ শতাংশে নেমে আসবে। বিপরীতে ৯৯ শতাংশ ভারতীয় পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। যার মধ্যে বস্ত্র, চামড়া, জুতা, গয়না, সামুদ্রিক পণ্য এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো রয়েছে।

আরও পড়ুনঃ  একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

এর ফলে ভারতে ব্রিটিশ স্কচ হুইস্কি, গাড়ি, ইলেকট্রনিক্স, কসমেটিক্স, চকোলেটসহ বিভিন্ন পণ্যের দাম কমবে। বর্তমানে ভারতে স্কচ হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করা আছে। এটি কমে প্রথমে ৭৫ শতাংশ এবং আগামী ১০ বছরে ৪০ শতাংশে নেমে আসবে। বৈদ্যুতিক গাড়ির শুল্কও ১১০ শতাংশ থেকে কমে ১০ শতাংশ হবে।

আরও পড়ুনঃ  মাইলস্টোনের দুর্ঘটনায় মন কাঁদছে নাসিম-ফখরের, ‘মিরাকল’ চান আফ্রিদি

চুক্তির ফলে ভারতীয় কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্যগুলো ব্রিটিশ বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এছাড়াও, তথ্যপ্রযুক্তিবিষয়ক কর্মী, আর্থিক ও পেশাদার সেবার সাথে যুক্ত ব্যক্তি, যোগ প্রশিক্ষক, সঙ্গীতজ্ঞ এবং শেফদের মতো ভারতীয় পেশাদাররা যুক্তরাজ্যে সহজে কাজ করার সুযোগ পাবেন। সামাজিক সুরক্ষা তহবিলে দ্বৈত অবদান এড়াতে একটি ‘ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন এগ্রিমেন্ট’ও চূড়ান্ত হয়েছে।

আরও পড়ুনঃ  ফুটবল বিশ্বকাপের পর এবার অলিম্পিক আয়োজন করতে চায় কাতার

এ চুক্তির কারণে যুক্তরাজ্যে নতুন করে প্রায় ২ হাজার ২০০ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রত্যাশা ব্রিটিশ সরকারের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।