নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সন্ধ্যা ৬:৩৯। ১২ জুলাই, ২০২৫।

মুছলেকায় ছাড়া পাওয়া ট্রাকের মুরগীর বিষ্টা রাতেই ফেলেছে তানোরের পুকুরে

জুলাই ১১, ২০২৫ ৮:৫৫
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে মুছলেকায় ছাড়া পাওয়া গোদাগাড়ী উপজেলার কাকন হাট এলাকার নাবিল পোল্ট্রি ফার্মের ট্রাকের মুরগীর বিষ্টা রাতেই ফেলা হয়েছে তানোর উপজেলার বাধাইড় ইউপির জোকার পাড়া গ্রামের রাস্তার ধারের একটি পুকুরে। এলাকায় ছড়িয়ে পড়েছে চরম দুর্গন্ধ মারা যাচ্ছে লীজকৃত ওই পুকুরের মাছ। মুরগির বিষ্ট ফেলায় পরিবেশ দুষনের পাশাপাশি দুর্গন্ধে আশ পাশের জমিতেও চাষাবাদ করতে যেতে পারছেন না কৃষকরা। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসীসহ গ্রামবাসী বলছেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে গোদাগাড়ী উপজেলার কাকন হাট এলাকার নাবিল পোল্ট্রি ফার্ম নামের মুরগির ফার্মের বিষ্টা কোম্পানির নিজস্ব ড্রাম ট্রাক (রেজি. নম্বর: রাজ মেট্রো-উ ১১-০০২৯) ব্যবহার করে নিয়মিতভাবে এসব বর্জ্য ফেলে পালিয়ে যায়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এঘটনায় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  ইসরায়েল ‘কিছু সময়ের জন্য’ গাজা শাসন করতে পারে

তানোর উপজেলার বাধাইড় ইউপির মাড়িয়া জোকারপাড়া গ্রামের বাসিন্দাদের দাবি, পুকুরের এই পানি তারা সেচ, রান্না ও গৃহস্থালির কাজে ব্যবহার করতেন। এখন পানির দূষণে তা আর সম্ভব হচ্ছে না। পুকুরের মাছগুলো মরে ভেসে উঠছে, এবং জমিতে সেই পানি ব্যবহার করে কোনো চাষাবাদ করা যাচ্ছে না। এবিষয়ে বাধাইড় ইউপির ৯নং ওয়ার্ড সদস্য আসগার আলী ঘটনার সত্যতা স্বীকার করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে পুকুরে মুরগির বিষ্টা ফেলা হয়েছে। এর আগেও বেশ কয়েক বার গভীর রাতে মুরগির বিষ্টা ফেলে গেছে। তিনি বলেন, স্থানীয়রা এসব ড্রাম ট্রাক আটকালে কোম্পানির লোকজন তাদের নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। উল্লেখ্য, গত বুধবার রাতে এমন দুটি ট্রাক তানোরের ব্রুরুজ এলাকায় আটক করে পুলিশের সোপর্দ করেন গ্রামবাসী। পরে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় বিবাহের দিন যুবকের আত্মহত্যা

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, তানোরের কোথাও মুরগির বিষ্টা না ফেলার মুছলেকা দিয়ে নাবিল পোল্ট্রি ফার্মের কর্মকর্তারা ট্রাক নিয়ে গেছেন। মাড়িয়ে জোকার পাড়ার বিষ্টা ফেলার বিষয়ে আইনগত ব্যবস্খা নেয়া হবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।