অনলাইন ডেস্ক : চকমকে নজরকাড়া ম্যাগাজিনগুলোতে ফার্স্টলেডি থাকাকালে মেলানিয়া ট্রাম্পকে প্রচ্ছদে ব্যবহার না করায় মার্কিন ওইসব ম্যাগাজিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কোনো ম্যাগাজিন তাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন না করলেও মেলানিয়াকে ডানপন্থি ব্রেইতবার্ত ‘সর্বকালের সেরা’ হিসেবে আখ্যায়িত করেছে। আর ম্যাগাজিনগুলোকে ফেক নিউজ বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় থাকার আট বছরে সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামাকে নিয়ে বিভিন্ন ম্যাগাজিন কমপক্ষে ১২ বার প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে মেলানিয়া ট্রাম্পকে একবারও প্রচ্ছদে ব্যবহার না করায় ভীষণ ক্ষেপেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রেইটবার্তের মন্তব্যের পরে শুক্রবার এ নিয়ে ট্রাম্প টুইট করেছেন। তবে তখনও পর্যন্ত তিনি টিনেসির রাজধানী নাশভিলে বোমা বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেননি। অথবা করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে উত্থাপন করা বিলের বিষয়ে তার অবস্থান নতুন করে ব্যাখ্যা করেন নি।
এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।
এদিন ব্রেইতবার্ত একটি আর্টিকেলে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করে। বুধবার মেলানিয়া কি পোশাক পরে হোয়াইট হাউজ থেকে বেরিয়ে বড়দিন পালন করতে মার-এ-লাগোতে গিয়েছেন তার বর্ণনা দিয়েছে। এ সময়ে ক্রিশ্চিয়ান লুভুটিনের বানানো থাই-হাই কালো চামড়ার বুট পরেছিলেন তিনি। এই বুটের দাম ২১৯৫ ডলার। এ ছাড়া আজেদিন আলাইয়ার ডিজাইনের একটি উলের কোট পরেছিলেন। এর দাম ৬৬১০ ডলার। ব্রেইতবার্ট লিখেছে, ফ্যাশন প্রেস অভিজাতদের নিয়ে উন্মাসিকতা দেখিয়েছে। টানা চার বছরের মধ্যে মার্কিন ইতিহাসে কোনো ম্যাগাজিনের প্রচ্ছদে সবচেয়ে এলিগ্যান্ট ফার্স্টলেডি’কে তারা ব্যবহার করেনি।
মার্কিন এসব ম্যাগাজিনে মেলানিয়াকে প্রচ্ছদ তারকা হিসেবে অনুপস্থিতির বিষয়টি খুব বেশি আঘাত করেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। তিনি মাঝে মাঝেই অভিযোগ করেছেন, সাবেক ফার্স্টলেডিকে ঘন ঘন প্রচ্ছদে আনা হলেও তার স্ত্রীর প্রতি অবহেলা করা হয়েছে। প্রকৃতপক্ষে ফার্স্টলেডি থাকাকালে মার্কিন ম্যাগাজিন ভৌগ-এ তিনবার প্রচ্ছদে ব্যবহার করা হয়েছিল মিশেল ওবামাকে। ২০১৬ সালের নভেম্বরে তাকে ওই ম্যাগাজিন তৃতীয়বার প্রচ্ছদে ব্যবহার করে। এ ঘটনা ঘটে ওই বছরে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর পর এবং মেলানিয়া ট্রাম্প তখন হোয়াইট হাউজে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা ২০০৯ সালে দায়িত্ব নেয়ার অল্প পরেই ভৌগ ম্যাগাজিন প্রথম তাদের প্রচ্ছদে ব্যবহার করে মিশেল ওবামাকে। দ্বিতীয়বার এটা করে ২০১২ সালে।
শুক্রবার ট্রাম্পের ভক্তরা ব্রেইতবার্তের সঙ্গে একমত প্রকাশ করেন। তারা বিদায়ী ফার্স্টলেডির প্রশংসায় টুইট করতে থাকেন। একজন টুইট করে বলেছেন, মেলানিয়া সব সময়, সবসময়ই নজরকাড়া এবং সুরুচিপূর্ণ। দেশপ্রেমিকরা মেলানিয়াকে খুব বেশি ভালবাসেন। ফলে তাকে প্রচ্ছদ কাহিনীতে প্রকাশ না করায় তারা (মিডিয়া) মিলিয়ন মিলিয়ন (ডলার) লোকসান করেছে। আরেকজন লিখেছেন, প্রকৃতপক্ষেই দুঃখজনক। মেলানিয়া সুন্দরী। তার হৃদয় অনেক বড়। আরেকজন লিখেছেন, আমিও খুব একমত। তিনি শুধু সুন্দরী আর ক্লাসি এমন নয়, একই সঙ্গে তিনি বুদ্ধিমতী, কঠোর পরিশ্রমী এবং কোমল হৃদয়ের। আমাদের পক্ষ থেকে তাকে উপহার পাঠিয়েছি।
উল্লেখ্য, হোয়াইট হাউজে প্রবেশের আগে থেকেই ফ্যাশন দুনিয়ার কাছে পরিচিত মেলানিয়া। এই ফ্যাশন দুনিয়াই তাকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পর্যন্ত নিয়ে এসেছে। ফার্স্টলেডি হওয়ার আগে তিনি ক্রিশ্চিয়ান ডিওরের একটি বিয়ের পোশাকে হাজির হয়েছিলেন ২০০৫ সালের ফেব্রুয়ারিতে ভৌগ ম্যাগাজিনে। এ ঘটনার ৫ বছর আগে তিনি বৃটিশ জিকিউ ম্যাগাজিনে নগ্ন পোজ দিয়েছিলেন। ওই ম্যাগাজিনে তখন তাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তখন মেলানিয়া পরিচিত ছিলেন মেলানিয়া নাউস নামে। সম্প্রতি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তাকে প্রচ্ছদে ব্যবহার করেছে ভ্যানিটি ফেয়ার মেক্সিকো। এতে ২০১৬ সালের এপ্রিলে জিকিউ ম্যাগাজিনে ব্যবহৃত ছবি ও কাহিনীর ব্যবহার করা হয়েছে। দুটি প্রকাশনার মালিকই কোন্ডে ন্যাস্ট কোম্পানি।
11