মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার ৩নং রায়ঘাটি ইউনিয়ন পরিষদের নব নিমিত ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটি উদ্বোধন করেন রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার রাজশাহীর প্রক্তন উপ পরিচালক পারভেজ রায়হান, মোহনপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা নিবাহী অফিসার সানওয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র শহিদুজ্জামান শহীদ।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুস্তম আলী, ইউপি চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, এমাজ উদ্দিন খান, সাবেক চেয়ারম্যান ওসমান গণি, সদের আলী, রায়ঘাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মিঠু হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।