নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:০২। ৩০ সেপ্টেম্বর, ২০২৫।

যশোরে মাদক মামলায় ইয়াসিন ও সোহাগের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৪:২২
Link Copied!

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে মাদকবিরোধী অভিযানে ধরা পড়া দুই যুবকের বিরুদ্ধে আদালত দিয়েছেন দৃষ্টান্তমূলক সাজা। হেরোইনসহ আটক হওয়া সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বেনাপোলের দিঘীরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও একই গ্রামের হোসেন আলীর ছেলে সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় শোনালেন অতিরিক্ত দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক রেহেনা আক্তার।

আরও পড়ুনঃ  রাজশাহী বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি অ্যাডভোকেট কাজী সেলিম রেজা ময়না।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৪ জুলাই শার্শার পান্তাপাড়া গ্রামে ডিবির অভিযানে ধরা পড়ে ইয়াসিন ও সোহাগ। পালানোর চেষ্টা করলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এসময় উদ্ধার হয় মোট ৬০০ গ্রাম হেরোইন, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। ঘটনাটির পর এসআই খায়রুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন এবং তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ রায় ঘোষণা করলে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, “মাদকবিরোধী যুদ্ধে এ ধরনের কঠোর রায় মাদক ব্যবসায়ীদের জন্য বড় বার্তা। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

এলাকাবাসীর প্রতিক্রিয়া জানা যায়, এলাকাবাসীর অনেকে আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছেন। স্থানীয় ব্যবসায়ী আবদুল কাদের বলেন, “এমন রায়ের মাধ্যমে বোঝা গেল, মাদক ব্যবসায়ীদের আর ছাড় দেওয়া হবে না। এতে তরুণরা কিছুটা হলেও রক্ষা পাবে।”

আরও পড়ুনঃ  মহাষ্টমীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আরএমপি কমিশনার

অন্যদিকে কলেজশিক্ষার্থী রুবিনা খাতুন বলেন, “আমরা প্রতিদিন ভয় পেতাম—কোথাও না কোথাও মাদক পাওয়া যায়। আজকে মনে হচ্ছে আইনের শাসন আছে।”

আরেকজন বয়োজ্যেষ্ঠ গ্রামবাসী আব্দুস সাত্তার বলেন, “এই রায় এলাকায় শান্তি ফিরিয়ে আনবে। তবে শুধু দু’জন নয়, যারা মাদকের সঙ্গে জড়িত, সবাইকে আইনের আওতায় আনতে হবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।