নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১০:১১। ১৪ সেপ্টেম্বর, ২০২৫।

যশোর-কলকাতা রোডে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ১

সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৪:৪৮
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বেনাপোল পৌর গেট সংলগ্ন পৌর বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ১৯.৩ শতাংশ প্রবৃদ্ধি

নিহত যুবকের নাম চয়ন (২২)। তিনি বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আহত হয়েছেন কাগজপুকুর গ্রামের শাহিনের ছেলে (নাম জানা যায়নি)। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়; পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারার গাওড়া বিলে মাছ চাষে চাঁদাদাবীর অভিযোগে সংবাদ সম্মেলন

নাভারণ হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন জানান, চয়ন মোটরসাইকেল যোগে যশোর কলকাতা রোডে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সঙ্গে থাকা যুবক গুরুতর আহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।