নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ১১:৪৬। ৯ সেপ্টেম্বর, ২০২৫।

যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ— নিজের প্রসঙ্গে স্বস্তিকা

সেপ্টেম্বর ৭, ২০২৫ ৭:৫৩
Link Copied!

অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করলেই ট্রোলের শিকার হন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনও তাকে বলা হয় ‘বুড়ি’, কখনও ‘নির্লজ্জ’, আবার কেউ কটাক্ষ করেন ‘জোকার’ বলে। তবে এসব কটাক্ষে দমে যাননি অভিনেত্রী। বরং আরও একবার নিজের সাহসী ছবি প্রকাশ করেই জানালেন, ‘আমি ৪৪, তবু হট।’

স্বস্তিকা সম্প্রতি ওজন ঝরিয়ে ফিরেছেন তার ছিপছিপে, আকর্ষণীয় অবতারে। নিজের একগুচ্ছ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী নিজ ছন্দেই লিখেছেন, বয়স বাড়লে লজ্জা পাওয়া উচিত— এমন মানসিকতার বিরুদ্ধে সরাসরি লড়াই চালাচ্ছেন।

আরও পড়ুনঃ  নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

তার সোজাসাপ্টা বক্তব্য, ‘যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে। ওইভাবেই ঘাটে যাবে। মরার সময়ও বুক নিয়ে কচকচানি করা পাবলিকের জন্য লজ্জা পেতে যাব নাকি? মহা ঝামেলা।’

সম্প্রতি একটি ভিডিওতে তাকে “জোকার” বলে কটাক্ষ করেছিলেন এক নেটিজেন। জবাবে অভিনেত্রী বলেছেন— ‘আমি আর এদের ট্রল বলে সম্মান দিই না। এরা আমার খোরাক, আমার স্ট্রেসবাস্টার। আমিই ওদের কাছ থেকে এন্টারটেইনমেন্ট পাই। এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না। মানুষ আমাদের এন্টারটেনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল।’

আরও পড়ুনঃ  উত্তাল নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

তবে শুধু ট্রলদের নিয়ে নয়, নিজের ফিটনেস জার্নিও শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, গোলগাল মুখ কমানোর জন্য চলছে কঠোর ডায়েট আর শরীরচর্চা। শনিবার সকালের জুস মেনুও তিনি লিখে দিলেন— অরেঞ্জ, মৌরি-মিছরির জল, কেল আর হিমালয় থেকে আনা জড়িবুটির রস।

তবে পোস্টের আসল চমক ছিল শেষে। স্বস্তিকা লিখেছেন, ফেসবুকের পুলিশ কাকু-কাকিমারা জুসে কনসেন্ট্রেট করবেন না, তারা ফোকাস করবেন শুধু ফেস আর বুকের দিকে। তাই বলছি, বক্ষবিভাজিকার হেটাররা প্রস্তুত থাকুন, আমি আজ পুরো মুডে আছি।

আরও পড়ুনঃ  চিকিৎসকের নেতৃত্বে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আরও একজন গ্রেপ্তার

অভিনেত্রীর পোস্ট প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় মিলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ নতুন করে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন। তবে একথা নিশ্চিত, হেটারদের মুখে জবাব দিয়ে আবারও প্রমাণ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়— তিনি সোশ্যাল মিডিয়ার কন্ট্রোভার্সি ‘কুইন’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।