নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৮:০৯। ২ অক্টোবর, ২০২৫।

যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

অক্টোবর ২, ২০২৫ ৩:০০
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে দুটি যাত্রীবাহী জেট উড়োজাহাজের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে গেছে, সামনের অংশ বা ‘নাক’ দুমড়ে গেছে; তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার রাতে ঘটেছে এ ঘটনা। দু’টি উড়োজাহাজই মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার রাতে লা গুয়ারিদা বিমানবন্দরে ডেল্টা এয়ালাইন্সের ৫১৫৫ নম্বর ফ্লাইটের বিমানটি অবতরণ করে। ফ্লাইটটি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহর থেকে এসেছিল এবং সেখানে যাত্রীর সংখ্যা ছিল ৫৭ জন।

আরও পড়ুনঃ  জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কো: পুলিশ স্টেশনে আগুন, নিহত ২

প্রায় একই সময় ২৮ জন যাত্রী নিয়ে বিমানবন্দর থেকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাওনোক শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ডেল্টা এয়ারলাইন্সের ৫০৪৭ নম্বর ফ্লাইটের উড়োজাহাজটি। তবে তখনও সেটি রানওয়েতেই ছিল।

আরও পড়ুনঃ  এশিয়া কাপে হারের পর ক্রিকেটারদের দুঃসংবাদ দিলো পিসিবি

সেই রানওয়েতেই মুখোমুখী সংঘর্ষ ঘটে ৫১৫৫ এবং ৫০৪৭ নম্বর উড়োজাহাজের। এ সময় ৫০৪৭ নম্বর বিমানটির একটি ডানার আঘাতে ৫১৫৫ নম্বর উড়োজাহাজের ককপিটের একটি জানালা ভেঙে যায়, ওই ফ্লাইটের একজন ক্রু আহত হন এবং আর একজন অ্যাটেনডেন্টের ঘাড়ে চোট লাগে।

আরও পড়ুনঃ  রাজশাহী বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে

আহত ক্রুকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আর কারো আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

বিমানবন্দরের রানওয়েতে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা বেশ বিরল। এক বিবৃতিতে লা গুয়ারিদা বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, দু’টি বিমানের গতি কম ছিল বলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সূত্র : সিএনএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।