অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ করা ও মেয়াদের চেয়ে বেশি সময় থাকার কারণে ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বিবিসিকে তারা জানিয়েছে, আইন ভঙ্গ করার ঘটনাগুলোর মধ্যে ‘সিংহভাগ’ ছিল শারীরিক আক্রমণ, মাদকের প্রভাবে গাড়ি চালানো, ডাকাতি ও ‘সন্ত্রাস সমর্থনের’ ঘটনা।
অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযান চলতে থাকার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো পররাষ্ট্র মন্ত্রণালয়।
তদন্ত কর্মকর্তারা জানান, এই শিক্ষার্থীরা তাদের ভিসার মূল উদ্দেশ্য, অর্থাৎ একাডেমিক পড়াশোনা থেকে সরে গিয়েছিল। শিক্ষার্থী এবং তাদের পরামর্শদাতাদের জন্য একটি বার্তা হলো, যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য আবেদন করার আগে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধতা এবং দেশটির নিয়মাবলী সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।