নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৩:৪১। ১৫ জুলাই, ২০২৫।

যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে হামলা করল ইসরায়েল

জুলাই ৪, ২০২৫ ১০:১৪
Link Copied!

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতির শর্ত ভেঙ্গে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননে একটি বাড়ি, একটি কাপড়ের কারখানা ও একটি সরকারি বুলডোজার গোলা নিক্ষেপ করে ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা।

লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাবাতিয়েহ-এর আইতা আল-শাব শহরের একটি বাড়ি, মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি কাপড়ের কারখানা ইসরায়েলি গোলায় ধ্বংস হয়েছে।

আরও পড়ুনঃ  ঐকমত্যে পৌঁছালে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র: আসিফ মাহমুদ

গত বছর সেপ্টেম্বরে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ অভিযানের লক্ষ্য লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহ। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এক মাস অভিযান চালিয়ে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ প্রায় সব স্থাপনা ধ্বংস করে আইডিএফ, হত্যা করে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ-সহ গোষ্ঠীটির প্রথম সারির প্রায় সব গুরুত্বপূর্ণ কমান্ডারকে।

সেই সঙ্গে দক্ষিণ লেবাননে ঘাঁটি গাড়ে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ সব স্থাপনাগুলো দক্ষিণ লেবানের অবস্থিত।

আরও পড়ুনঃ  জনগণের প্রতিরোধে ফ্যাসিবাদী সরকারকে পিছু হটতে হয়েছিল: অধ্যাপক আলী রীয়াজ

গত বছর নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে লেবাননের সরকার। সেই চুক্তির শর্ত ছিল— লেবানন থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে এবং ভবিষ্যতে লেবাননে আর কোনো হামলা পরিচালনা করবে না আইডিএফ।

কিন্তু যুদ্ধবিরতি চুক্তির ৮ মাস পেরিয়ে গেলেও এখনও লেবানন থেকে সরেনি ইসরায়েলি সেনারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের সরকারকে একটি প্রস্তাব দিয়েছেন। তিনি লেবাননের সরকারকে বলেছেন, চলতি বছর নভেম্বরের মধ্যে যদি হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করে— তাহলে ডিসেম্বর থেকে লেবাননে ফের অভিযান ‍শুরু করবে আইডিএফ।

আরও পড়ুনঃ  ‘যা দেখছি, তা শুধু ভয়াবহ নয়— বীভৎস’

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা অস্ত্র সমর্পণ করতে আগ্রহী নয়।
সূত্র : আনাদোলু এজেন্সি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।