নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। দুপুর ১:১৭। ১৪ মে, ২০২৫।

রবীন্দ্রসংগীত উৎসবে সম্মাননা পাচ্ছেন এনামুল কবীর ও লিলি ইসলাম

মে ৫, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

‘করিস নে লাজ, করিস নে ভয়,/ আপনাকে তুই করে নে জয়’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। বরাবরের মতো এবারও থাকছে গুণীজন সম্মাননা। এবারের উৎসবে দুই গুণীজনকে বিশেষ সম্মাননা দেবে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। এবার সম্মাননা পাচ্ছেন গিটারশিল্পী এনামুল কবীর ও রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম।

আজ শুক্রবার দুপুরে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল : দীপিকা

সংবাদ সম্মেলনে উৎসব ও সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ। দেশের বাইরে থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন সংস্থার সভাপতি শিল্পী তপন মাহমুদ। সংস্থার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সবিস্তার তুলে ধরে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও শিল্পী পীযূষ বড়ুয়া।

আরও পড়ুনঃ  শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিবেশীকে দেখে চমকে গেলেন ঋতাভরী!

২৫ বৈশাখ (৮ মে) ১৬২তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ১২-১৩ মে অনুষ্ঠিত হবে দুই দিনের ‘চতুস্ত্রিংশ (৩৪তম) জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’।

উদ্বোধনী দিনে এ দুই গুণীর হাতে সম্মাননা তুলে দেবেন উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সভাপতিত্ব করবেন সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ।

আরও পড়ুনঃ  ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্ত, মুগ্ধ ভক্তরা

আজকের সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনের উৎসবে দেশের খ্যাতনামা বেশ কয়েকজন শিল্পী ছাড়াও সংস্থার শতাধিক শিল্পী দলীয় ও একক পরিবেশনায় অংশ নেবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।