নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ৯:২৮। ৩ জুলাই, ২০২৫।

রাকাব পরিচালনা পর্ষদের ৫৮৫ তম সভা অনুষ্ঠিত

অক্টোবর ৩০, ২০২৪ ১১:৩০
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৫৮৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর; রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, মৎস্য অধিদফতর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ মন্ডল, প্রাণিসম্পদ অধিদফতর রংপুর বিভাগের পরিচালক ড. নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর রাজশাহীর অতিরিক্ত পরিচালক মাহমুদুল ফারুক অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  রাসিকের ২০২৫-২৬ অর্থবছরের ৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

সভার শুরুতে পরিচালনা পর্ষদের সভায় প্রথম যোগদান করায় চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী এবং রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলামকে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানানো হয়। সভায় ব্যাংক-এর সার্বিক কর্মকাণ্ডের উপর আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।