নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৬:১৮। ১৬ সেপ্টেম্বর, ২০২৫।

রাকাব, রংপুর বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৫ ৭:৫১
Link Copied!

স্টাফ রিপোর্টার : ২৮ জুলাই সোমবার ব্র্যাক লার্নিং সেন্টার, দর্শনা, রংপুর-এ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুর বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। রাকাব রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ রহমতুল্লাহ সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুর রহমান; প্রধান কার্যালয়ের ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স এবং পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের পারস্পারিক মতবিনিময় সভা

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; রংপুর বিভাগের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  বাগমারার ভবানীগঞ্জে চালু হলো ইসলামিয়া চক্ষু হাসপাতাল

সম্মেলনে ৩০ জুন ২০২৫ বার্ষিক হিসাব সমাপনিতে বিভিন্ন ইন্ডিকেটরে সফলতা অর্জনকারী জোনাল ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং মাঠ কর্মকর্তাগণকে ক্রস্টে ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।