নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৯:৩৫। ২৫ নভেম্বর, ২০২৫।

রাজধানীর ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করল রাজউক

নভেম্বর ২৪, ২০২৫ ১১:৫৭
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীতে প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

রাজউক চেয়ারম্যান বলেন, ‘সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব হবে না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানাই।’

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ইসলামী ৮ দলীয় জোটের কমিটি গঠন

তিনি আরও জানিয়েছেন, যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় এবং রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ করা হয় না।

আরও পড়ুনঃ  সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি : সমাজকল্যাণ উপদেষ্টা

রিয়াজুল ইসলাম বলেন, রাজউক কাউকে প্ল্যান দেয় না। বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে বাড়ির প্ল্যান রাজউকে জমা দেয়। শর্ত হচ্ছে, রাজউকের নিয়ম মোতাবেক কাজ করবেন। পরবর্তীতে যদি নিয়ম না মানা হয়, জরিমানা বা শাস্তি বাড়িওয়ালাদেরই দায়িত্ব।

আরও পড়ুনঃ  পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন

চেয়ারম্যান আরও উল্লেখ করেন, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।