নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সন্ধ্যা ৬:৫৮। ২ জুলাই, ২০২৫।

রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ কোচিং সেন্টার পরিচালক গ্রেপ্তার

সেপ্টেম্বর ১০, ২০২৩ ৯:২৩
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে রাজশাহী মহানগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মজনু আহমেদ (৪০) নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল এ অভিযান চালায়।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য নিশ্চিত করে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ চালিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশী করা হয়। এ সময় ওই কার থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে কারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে র‌্যাব জানায়।

আরও পড়ুনঃ  ৯ দফা দাবিতে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে। তার বাবার নাম মোকসেদ আলী। মজনুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুনঃ  বানেশ্বরে এনজিও সিও’র ভুয়া শাখা অফিস উধাও; গ্রাহকদের উত্তেজনা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।