স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আয়নাল হক (৪০) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলার তানোর উপজেলার কামারগাঁও ইউনিয়নের মালশিরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৫, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
গ্রেফতার আয়নাল হকের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার বরিয়ামণ্ডলপাড়া গ্রামে। তার বাবার নাম আজিম উদ্দিন।
সোমবার র্যাব – ৫ এর উপ পরিচালক (অপারেশনস্) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আয়নালের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আয়নাল হকের বিরুদ্ধে তানোর থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।