নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৮:১৬। ৪ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

আগস্ট ৪, ২০২৫ ১২:৪৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ছাত্র-জনতার উপর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল খালেক (৭০) এবং যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ আগস্ট (রবিবার) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর কাটাখালী থানাধীন শ্যামপুর এলাকায় অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  ৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র : প্রেস উইং

অভিযানে মোঃ আব্দুল খালেক ছাড়াও গ্রেপ্তার হন, যুবলীগ নেতা মোঃ মানিক মিয়া (৪৫), মোঃ মোসাদ্দেক হোসেন মিঠু (৩২) ও মোঃ আবিদ হাসান কাওসার (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্র-জনতার উপর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় এই চার আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং গোপনে এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর র‌্যাব-৫ এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক ও গোয়েন্দা দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।