নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১:১৫। ১১ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে আদিবাসী দিবস উদযাপন

আগস্ট ৯, ২০২৫ ১০:০২
Link Copied!

অনলাইন ডেস্ক : আদিবাসী দিবস উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দাবি করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ নগরের আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এটি বিভিন্ন সড়ক ঘুরে গণকপাড়ায় আদিবাসী পরিষদের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিনুল ইসলাম কনক। এ সময় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গণেষ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পাবনায় দিনেদুপুরে যুবককে অপহরণ, ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায়

বক্তারা বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এছাড়া সমতলের আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এদিকে দিবসটি উপলক্ষে ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্তিম বুদ্ধিমত্তার স্বার্থক প্রয়োগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে শোভাযাত্রা হয়। পরে অনুষ্ঠিত হয় একটি পথসভা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সঞ্চালনায় ছিলেন বেসরকারী সংস্থা সিসিবিভিওর কর্মসূচি কর্মকর্তা যোশেফ হাঁসদা। স্বাগত বক্তব্য রাখেন ঊর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী। এছাড়া পশ্চিম কাদমা ফুলবাড়ি রক্ষাগোলা সংগঠনের মোড়ল লুইস কিস্কু, রক্ষাগোলা সমন্বয় কমিটির সাবেক সভাপতি সরল এক্কা প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  ক্রিকেট ছেড়ে গলফ, ছেড়েছিলেন দেশও; ফের মাঠে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক

এই পথসভা থেকেও আদিবাসীদের কাছ থেকে মতামত গ্রহণ ব্যতীত তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন নামকরণের নিন্দা জানানো হয়। এছাড়া আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দাবি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।