নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ১১:৫৭। ৬ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে আমিরুল মোমিন হত্যা মামলার আসামি গ্রেফতার

আগস্ট ৩, ২০২৫ ৩:৪৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আলোচিত চাঞ্চল্যকর আমিরুল মোমিন হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। তার নাম মিজানুর রহমান ওরফে মিজান (৫০)। রাজশাহীর দামকুড়া থানার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তিনি। র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল শনিবার দিবাগত রাতে নগরের মতিহার থানার ধরমপুর এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  নাব্যতা নিয়ে যৌথ আলোচনা নিশ্চয়ই হবে : উপদেষ্টা ড. এম সাখাওয়াত

আলিমগঞ্জ গ্রামের আমিরুল মোমিন (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান। তিনি আমিরুলের নিকটাত্মীয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ জুলাই আমিরুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

আরও পড়ুনঃ  উত্তরাখণ্ডে হড়কা বান-ভূমিধসে নিখোঁজ অন্তত অর্ধশত

রোববার সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন মিজানুর রহমান। গ্রেফতার করে তাকে দামকুড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।