নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। বিকাল ৩:২৪। ১৪ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

জুন ২, ২০২৫ ৩:৩৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবকের নাম হাবিব আলী (২২)। নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামে তার বাড়ি। গত ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার পর থেকেই হাবিব আলী আত্মগোপনে ছিলেন। সেদিন আমিনুল টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে আমিনুলকে হেফাজতে নেয়। এ সময় প্রায় হাজারখানেক মানুষ পুলিশের ওপর হামলা চালান। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন।

আরও পড়ুনঃ  নেতাকর্মীদের প্রতি ছাত্রদলের জরুরি নির্দেশনা

এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্যও আহত হন।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ওই ঘটনার পর বাগমারা থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এ মামলায় গত ২১ মে চট্টগ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার হাবিবকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।