নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সন্ধ্যা ৭:৪০। ৬ জুলাই, ২০২৫।

রাজশাহীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ রোববার

জুলাই ৫, ২০২৫ ৯:১৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (৬ জুলাই)। গত ১ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পর্যায়ক্রমে এই পদযাত্রা কাফেলা বাংলাদেশের সব জেলা পরিক্রম করবে।

এর অংশ হিসেবে আগামীকাল রোববার রাজশাহীতে এই পদযাত্রা হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে রাজশাহী নগরের গণকপাড়ায় এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে। এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা মারা গেছেন

সংবাদ সম্মেলনে মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী জানান, ধারাবাহিক কর্মসূচির ষষ্ঠ দিনে রোববার রাজশাহীতে এ কর্মসূচি পালিত হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জুলাই যোদ্ধাদের এই আগমন রাজশাহীতে এক ঐতিহাসিক মূহুর্ত রচনা করতে যাচ্ছে। ঐতিহাসিক মূহুর্তকে স্মরণীয় করে রাখতে রাজশাহী জেলা ও মহানগর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে ফার্মেসীর আড়ালে ট্যাপেন্টাডল বিক্রি, গ্রেফতার ৫

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীর উদ্দেশ্যে পদযাত্রাটি আসবে। রাজশাহীর সঙ্গে এই পদযাত্রা মিলিত হবে দুপুর ২টায়। পদযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসার পথে গোদাগাড়ীতে পথসভা করবে। রাজশাহী আসার পরে বিকেল সাড়ে তিনটায় রাজশাহী নগরের রেলগেট থেকে শুরু হবে রাজশাহী মহানগরের আনুষ্ঠানিক কর্মসূচি। রেলগেট-নিউমার্কেট-রানীবাজার-সাগরপাড়া-আলুপট্টি-সাহেববাজার-রাজশাহী কলেজ-সিটি কলেজ-বাটার মোড়-গণকপাড়া হয়ে রাজশাহী জিরোপয়েন্টে পৌঁছে পথসভা অনুষ্ঠিত হবে।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কাটাখালিতে পথসভার পরিকল্পনা রয়েছে। শহীদ পরিবারের সাথে মোলাকাতের পরিকল্পনাও আছে। এই আয়োজনে রাজশাহীর সকল নাগরিককে যোগদানের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি রাজশাহী জেলা ও মহানগর।

আরও পড়ুনঃ  ‘পৃথিবীর অন্য কোনো শহরকে কলকাতার মতো মনে হয় না’

সংবাদ সম্মেলনের উপস্থিতি ছিলেন মহানগরের যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, শামীমা সুলতানা মায়া, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস প্রমুখ।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।