নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। দুপুর ১২:৫৮। ২ জুলাই, ২০২৫।

রাজশাহীতে কোল্ড স্টোরেজে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অবস্থান

জুন ১২, ২০২৫ ৯:২০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে অতিরিক্ত অর্থ আদায় এবং ডিজিটাল মিটারের মাধ্যমে ওজনে অনিয়মের অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় আলু চাষি ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে এই কর্মসূচি শুরু হয়। পবা উপজেলার বায়া এলাকায় অবস্থিত রহমান সীর্স কোল্ড স্টোরেজের সামনে এই কর্মসূচিতে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক চাষি ও ব্যবসায়ী। অর্ধদিবসব্যাপী এ কর্মসূচিতে তারা দুই দফা দাবি উত্থাপন করেন—কোল্ড স্টোরেজে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ ও ডিজিটাল মিটারের মাধ্যমে ওজনে অনিয়ম রোধ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম

অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন চাষি ও ব্যবসায়ী আহাদ আলী, হাসান, হাবিব, সালাম হাজী, মিঠু হাজী, কামরুল, গাফফার, মুন্টু, মতিন, শামসুদ্দিন, আফজাল ও বুলবুলসহ অনেকে।

আন্দোলনকারীরা জানান, আলু সংরক্ষণের নামে প্রতি বস্তায় অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। একইসঙ্গে ডিজিটাল মিটারের মাধ্যমে বর্জ্যসহ আলুর ওজন নির্ধারণ করায় প্রকৃত মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুনঃ  মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

তাদের অভিযোগ, কর্মসূচি চলাকালে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় চাইলেও নির্ধারিত সময়ের মধ্যে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এতে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত চাষি ও ব্যবসায়ীরা।

আন্দোলনকারীরা আরও জানান, দাবি বাস্তবায়নে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে তারা বায়া সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

পরে আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।