নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৪:১৬। ৭ জুলাই, ২০২৫।

রাজশাহীতে গণহত্যা দিবসের কর্মসূচি

মার্চ ২৩, ২০২৩ ৩:৩৩
Link Copied!

তথ্যবিবরণী : আগামী শনিবার (২৫ মার্চ) গণহত্যা দিবস। রাজশাহীতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

এ উপলক্ষ্যে শনিবার (২৫ মার্চ) বেলা এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমিতে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা ও মহানগরের সকল বধ্যভূমিতে শহিদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথযাত্রায় তিন রোভার

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বাদ জোহর মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এদিন সুবিধামত সময়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকচিত্র প্রদশর্নী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  গত ১৫ বছরের সাংবাদিকতা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে : প্রেস সচিব

রাত ১০:৩০টা থেকে ১০:৩১টা পর্যন্ত ০১ (এক) মিনিটের জন্য জরুরি স্থাপনা (কেপিআই) ব্যতীত অন্যান্য সরকারি ভবনে প্রতীকী বø্যাক-আউট করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।