নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৫:৫৫। ১৬ জুলাই, ২০২৫।

রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলায় শ্বাশুড়ি গ্রেফতার

জুলাই ১৫, ২০২৫ ৪:৫৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : নীলফামারী ডোমারে গৃহবধুকে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি শ্বাশুড়ি ফারজিনা আক্তারকে (৫৫) রাজশাহী দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর রাজশাহী সিপিএসসির একটি দল। গ্রেফতার ফারজিনা নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার খয়রুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুনঃ  ‘অগ্নি নির্বাপন বিষয়ে জ্ঞান এখন সময়ের দাবি’- উপাচার্য রুয়েট

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত মে মাসে ফারজিনা আক্তারের বাড়িতেই ছুরিকাঘাতে খুন হন তার পূত্রবধূ। এ ঘটনায় ফারজিনা ও তার ছেলে ফারুক হোসেনসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত গৃহবধূর বড় বোন। এ মামলার ২ নম্বর আসামি ফারজিনা আক্তার।

আরও পড়ুনঃ  অপু বিশ্বাস কেন আদালতে বোরকা পরে গেলেন

র‌্যাব আরও জানায়, গ্রেফতারের পর আসামি ফারজিনা আক্তারকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।