নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৯:০০। ২৬ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৫ ১:৩৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, সোমবার ২৫ আগস্ট ভোর রাত ১টা ৩০ মিনিটে পুঠিয়া উপজেলার আগলা এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে আটক করা হয়। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।

ঘটনার সূত্রে জানা যায়, গত ১৪ মে পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে মারামারির ঘটনায় হাসিবুর নামে একজন নিহত হন। এ ঘটনায় পরদিন থানায় হত্যা মামলা হয়। মামলার আসামি ওয়াজেদ আলী জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন।

আরও পড়ুনঃ  আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এরপর গত ১০ আগস্ট সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরজে কাজ করার সময় প্রতিপক্ষ গ্রামের অন্তত ৩০–৩৫ জন লাঠি, রড, হাসুয়া ও রামদা দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ওয়াজেদ আলী গুরুতর জখম হন এবং তার ছেলে মাসুম ও স্ত্রী লাইলী বেগমও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৫০ মিনিটে ওয়াজেদ আলী মারা যান।

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৩, অনাহারে মৃত্যু ৮ জনের

এই নারকীয় ডাবল মার্ডার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি হয়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  খাগড়াছড়ি কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালায়। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই নাটোর সদর এলাকা থেকে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ সোমবার রাতে পুঠিয়া থেকে প্রধান আসামি ফয়সালকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।