নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। বিকাল ৫:৫৪। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

রাজশাহীতে চাপাতির কোপে বড় ভাই নিহত, আহত ছোট ভাই

জুলাই ২৪, ২০২৫ ৯:০৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় হাঁসুয়া ও চাপাতির কোপে আমিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গুরুত্বর আহত হয়েছেন তার ছোট ভাই গোলাম আজম (৩০)। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত আমিরুল ইসলাম ও আহত গোলাম আজমের বাবার নাম সিরাজুল ইসলাম।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পুলিশ বক্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর গোলাম আজমকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার পিঠে ধারালো অস্ত্রের জখম আছে। আমিরুলেরও শরীরের বিভিন্ন স্থানে হাঁসুয়া ও চাপাতির আঘাত রয়েছে।

আরও পড়ুনঃ  মাইলস্টোন ট্রাজেডি : মাঠে এক মিনিট নীরবতা পালন

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘শুনেছি নিজেদের ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে কী নিয়ে ঘটনা ঘটেছে সেটা জানি না। আমি ইতোমধ্যে পুলিশ পাঠিয়েছি, নিজেও যাচ্ছি। যাওয়ার পরে বিস্তারিত বলতে পারব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।