স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।
সকালে নগর ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানায়। এসময় নগর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবের নেতৃত্বে দলীয় কার্যালয়ে সূর্য্যদয়ের সাথে সাথে দলীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞলি জ্ঞাপন, সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর রক্তবন্ধু, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধাজ্ঞলি জ্ঞাপন ও দোয়া অনুষ্ঠিত হয়। কর্মসূচি সমূহে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক সহ সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী মহানগর ছাত্রলীগ ও এর অন্তর্ভুক্ত সকল ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বেলা ১২ টায় নগরীর লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভার আয়োজন করা হয়। এসময় কেক কাটা হয়। এদিকে, নগরীর অলোকার মোড় থেকে র্যালি শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে শুরু স্থানে এসে শেষ হয়। এসময় কেক কাটা হয়। এসময় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাবি: নানা আয়োজনের মধ্য দিয়ে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। বেলা সাড়ে ১২টায় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে তারা আনন্দ র্যালি শুরু করে। পরে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বাংলাদেশের মানুষ তখন নিরাপদে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবে রূপদান করার জন্য রাবি শাখা ছাত্রলীগ কাজ করে যাবে। জননেত্রীর বিশ্বস্ত সদস্য হয়ে আমরা এগিয়ে যাবো।’
এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও এদিন বিকেল ৪টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।