নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৩:৩৭। ৫ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সেপ্টেম্বর ২, ২০২৫ ৯:৫৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে চলমান মিথ্যাচারের প্রতিবাদে রাজশাহী মহানগরে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় রাজশাহী নগরের ভদ্রামোড় অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ভদ্রামোড় থেকে শুরু হয়ে তালাইমারী মোড় পর্যন্ত অগ্রসর হয়।

আরও পড়ুনঃ  স্বামীর চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী, ভেঙে যায় ৮ বছরের সংসার

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেনুল, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন।

আরও পড়ুনঃ  আরপিওর ৪৬টি অনুচ্ছেদ সংশোধন করছে ইসি

এছাড়াও মিছিলে স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, “দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। সরকারদলীয় ছাত্রসংগঠনগুলো হামলা ও নারী হেনস্তার মতো ঘটনার সঙ্গে জড়িত, অথচ ছাত্রশিবিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”

আরও পড়ুনঃ  রাজশাহীসহ সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস

বক্তারা আরও বলেন, ডাকসু নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার হলেও তা বানচালের নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। এর বিরুদ্ধে দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।