নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১০:৩৯। ১০ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৫ ৬:৪৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মুকেশ সরকার (৪৫) রাজশাহী নগরীর মতিহার থানার বাসিন্দা, মো: পলাশ (৪৫), পারভেজ (৪৫), মো: জাহাঙ্গীর আলাম (৫২), মো: জনি (৪৫) এবং শ্রী সুমন (৪৫) বোয়ালিয়া মডেল থানার বসিন্দা।

আরও পড়ুনঃ  গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫

ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট দিবাগত রাতে এসআই রিমন হোসাইন ও তার টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তারা জানতে পারেন, বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

আরও পড়ুনঃ  অভিনেত্রীর ‘অশ্লীল’ স্ক্রিনশট ফাঁসের পর মুখ খুললেন জিতু

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি দিবাগত রাত সাড়ে তিনটায় বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার একশত টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা করেছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।