নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:১৬। ১৪ মে, ২০২৫।

রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার

নভেম্বর ২৩, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ট্রেনের ২৭টি টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. আলম (৪০)। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বল্লভগঞ্জ এলাকায় তার বাড়ি।

মঙ্গলবার রাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  বাগমারায় সরকারি রাস্তার দুই পাশের নিম গাছ মরে সয়লাব; দেখার যেন কেউ নেই

তিনি জানান, অনলাইনে যারা টিকিট কাটে তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করে বিক্রি করছিলেন আলম। তার কাছে ১৫টি টিকিট পাওয়া গেছে। এসব টিকিটে আসন সংখ্যা ২৭টি। এরমধ্যে তিনটি টিকিট ছিল শীতাতপ নিয়ন্ত্রিত আসনের। আলম কালোবাজারে টিকিট বিক্রির কথা স্বীকার করেছেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরের ইসমাইল হত্যার আসামি রাজশাহীতে গ্রেফতার

এ ব্যাপারে আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।