নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ২:৫১। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে তথ্য অধিকার দিবস উদ্যাপিত

সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৩:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার : ‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুরক্ষিত’ – প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাজশাহীতে উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এ উপলক্ষ্যে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তথ্য অধিকার আইনের বিকাশ এবং বাংলাদেশে তথ্য অধিকার আইন চর্চার গতিপ্রকৃতি তুলে ধরেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান।

আরও পড়ুনঃ  রাজনৈতিক চাপে এনসিপিকে শাপলা দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস আলম

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, টিআইবির রাজশাহী প্রতিনিধি মো. মনিরুল হক প্রমুখ।

আরও পড়ুনঃ  ইসরায়েলকে নিষিদ্ধে ভোটের পথে হাঁটছে উয়েফা

অনুষ্ঠানে বক্তাগণ নাগরিকদের চাহিদার প্রেক্ষিতে তথ্য প্রদানের পাশাপাশি স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।