স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: মেহেদী হাসান (২৫) রাজশাহী নগরীর রাজপাড়া থানার কাজীহাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৯ জুলাই সন্ধ্যা পৌনে ৭টায় রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশের একটি টিম নগর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠের সামনে এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশের এসআই মো: তাজ উদ্দীন আহম্মেদ ও তাঁর টিম গতকাল সন্ধ্যা ৭ টায় রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মেহেদীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ সে অবস্থান করছিলো।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি