নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ২:১৯। ২১ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে নাতনিকে ধর্ষনের চেষ্টা মামলায় নানা গ্রেফতার

অক্টোবর ২০, ২০২৫ ৩:৫১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বহরমপুর ডিবি আনোয়ারা স্কুলের সামনে আপন নাতনিকে ধর্ষনের চেষ্টা অভিযোগে নানাকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। ভুক্তভোগী নাতনির বয়স ৮ বছর। বর্তমানে নাতনি রাজশাহী মেডিকেল হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “রোববার রাত ৮ টার দিকে আমরা খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালের ওসিসিতে চিকিৎসার জন্য পাঠায় এবং অভিযুক্ত নানাকে গ্রেফতার করে ধর্ষন চেষ্টার মামলা দিয়ে আদালতে প্রেরণ করি। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বড় খালা ইয়াসমিন আকতার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

অভিযুক্ত নানা ওয়ারেছ আলীর বাসা দিনাজপুর জেলার বিরামপুরে। ভুক্তভোগী নাতনি রাজশাহীতে তার বড় খালার বাসায় থেকে লেখাপড়া করে।

এবিষয়ে বাদীর সাথে কথা বলতে চাইলে তিনি কোন কিছু বলতে রাজি হয়নি।

প্রসংগত বাদী অভিযুক্ত ওয়ারেছ আলীর বড় মেয়ে আর ভুক্তভোগী নাতনি ছোট মেয়ের ৮ বছরের কন্যা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।