নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ২:৩১। ১৭ নভেম্বর, ২০২৫।

রাজশাহীতে নিসচার ওয়ার্লড রিমেম্বারেন্স ডে-২৫ উদযাপন

নভেম্বর ১৬, ২০২৫ ৯:০৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিশ্বব্যাপী ঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য ওয়ার্লড রিমেম্বারেন্স ডে-২৫ উদযাপন করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে সারা বিশ্বের ন্যায় রবিবার (১৬ নভেম্বর) রাজশাহী মহানগরীর লক্ষীপুর মোড় সংলগ্ন নিসচার কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এসময় মোমবাতি প্রজ্জলন করে সড়কে নিহত সকলের আত্বার শান্তি কামনা এবং সেই সাথে সড়ক দুর্ঘটনায় আহত সকলের সুস্থতা কামনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটর সভাপতিত্বেু আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌ. জিয়া উদ্দিন আহমেদ, রাজশাহী বেতারের সনামধন্য উপস্থাপক, নাট্যশিল্পী ও নাট্যকার কলিম উদ্দিন, বিশিষ্ট সংগীত শিল্পী ও সংগীত প্রশিক্ষক এনায়েত আজিজ মিতা, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য- আজমিরা আক্তার পাপিয়া, সবুজ আলী, সদস্য- মেরিনা, তমা, পিংকী, চন্দন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।