স্টাফ রির্পোটার : রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার পত্রিকার সম্পাদকদের সাথে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহীর একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক এই সংলাপের আয়োজন করে পিআইবি। এতে মডারেটর হিসেবে ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। উপস্থিত ছিলেন, পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান, রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান,রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
একই দিন একই আবাসিক হোটেলের অন্য একটি ভেন্যূতে রাজশাহী জেলার সাংবাদিকদের অংশগ্রহণে অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (২৮ মে) রাজশাহীর একটি আবাসিক হোটেলের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ শুরু হয়।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সহযোগিতায় জেলার বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পিআইবির প্রশিক্ষণ কো-অর্ডিনেটর শাহ আলম সৈকত এর সঞ্চালনায় অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান, রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান প্রমুখ। পরে শনিবার বিকালে সাংবাদিকতার মানোন্নয়নে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- পিআইবি’র মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ।
উল্লেখ্য, এর আগে রাজশাহী জেলার ৩৫ জন সাংবাদিক মোবাইল সাংবাদিকতা বিষয়ে তিন দিনের এবং ৩০ জন সাংবাদিক সিআরসি, সিডো, মীনা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ নিয়েছেন। শুক্রবার বিকেলে প্রশিক্ষণ কর্মশালার সমাপনি ও সদন বিতরণ করা হয়।