নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সন্ধ্যা ৭:৪৫। ১৬ নভেম্বর, ২০২৫।

রাজশাহীতে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন

নভেম্বর ১৬, ২০২৫ ৩:২৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের দীর্ঘদিনের স্থগিত পদোন্নতি দ্রুত বাস্তবায়নের দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী কলেজের শিক্ষকেরা। রোববার সকালে কলেজপ্রাঙ্গনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনিক জটিলতায় বছরের পর বছর ধরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বেশিরভাগ কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়ে আসছেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়ায় অযথা বিলম্বিত হচ্ছে। ফলে অনেক কর্মকর্তা বহু বছর একই পদে আটকে থাকছেন, যা তাদের কর্মপ্রেরণায় নেতিবাচক প্রভাব ফেলছে।

তারা দ্রুত তাদের পদোন্নতি দেওয়ার দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন ধাপে কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছেন। মানববন্ধনে রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রভাষকেরা বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।