নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৬:৩৬। ২০ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে পাঁচটি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নভেম্বর ১৭, ২০২২ ৭:১৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পাঁচটি ওয়ান শুটারগানসহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার মধ্য খোজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- খোজাপুর এলাকার হায়দার আলী (২৮) এবং একই এলাকার মুন্না ইসলাম (২২)। র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য খোজাপুর বিহারী মাঠে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি অবৈধ ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।