স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ সুষ্ঠুভাবে বাস্তবায়ন শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে রোববার ( ২৯ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় আমাদের পাট পণ্যের ব্যবহার বাড়াতে হবে। আর এ ক্ষেত্রে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।
কিছু পণ্য যেমন আটা, চিনি এসব ক্ষেত্রে পাটের বস্তা বা ব্যাগ ব্যবহারে ব্যবসায়ীদের কিছু যুক্তি আছে যেগুলো অনেকটায় যৌক্তিক। তবে চাল, আলু এসব ক্ষেত্রে পাটজাত মোড়কের ব্যবহার ১০০ শতাংশ নিশ্চিত করা সম্ভব। তাই এক্ষেত্রে কোল্ড স্টোরেজসহ যেসব পণ্যের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার করা যায় সেগুলোতে পাটের ব্যবহার নিশ্চিত করতে পাট অধিদপ্তরকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান। এছাড়া স্থানীয় উদ্যোক্তারা পাট নিয়ে যেন সহজেই কাজ করতে পারে এদিকে নজর দেওয়ার কথাও জানান তিনি।
উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক। সভায় বক্তব্যে রাখেন, রাজশাহী পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুর রহমান, পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক নাদিম আক্তার, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম, বিএডিসির উপ-পরিচালক (পাটবীজ) ফজলে রব, পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়, রাজশাহী চেম্বার অব কামর্স অ্যান্ড ইন্ডষ্ট্রির সদস্য সৈয়দ আহম্মেদ জাহির প্রমুখ। এ সময় ব্যবসায়ী নেতা, জুট মিল প্রতিনিধি, উদ্যোক্তা ও পাট চাষী উপস্থিত ছিলেন।