স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে এক দোকানির মাথায় পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসীরা ২০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর নতুন বিলশিমলা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাকিব হোসেন নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। তার দোকানের নাম ‘রাকিব টেলিকম অ্যান্ড এলপি গ্যাস স্টোর’। মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, দোকানের ভেতর তার মাথায় পিস্তল ঠেকিয়ে দুই সন্ত্রাসী ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
রাকিব জানান, টাকা নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা হুমকি দিয়ে গেছেন যে ঘটনাটি পুলিশকে জানালে তাকে গুলি করে হত্যা করা হবে। তবে তিনি পুলিশকে জানান। এরপর রাতেই পুলিশ দোকানে গিয়ে তদন্ত করে। রাকিব আরও জানান, দুই ছিনতাইকারীকে তিনি চিনতে পেরেছেন। বিলশিমলা এলাকাতেই তাদের বাড়ি। তারা চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী। পুলিশকে তাদের নাম জানানো হয়েছে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, পিস্তল ঠেকিয়ে ছিনতাই করা হয়েছে বলে ভুক্তভোগী ব্যক্তি থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।