নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। বিকাল ৫:১২। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

রাজশাহীতে প্রকৃত ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই ২৬, ২০২৫ ১:৩৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : “সবুজে সাজাই বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চালাচ্ছে পরিবেশবাদী সংগঠন প্রকৃত ও জীবন ক্লাব। আগস্ট মাস পর্যন্ত নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

শনিবার (২৬ জুলাই) সকালে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকার প্রত্যাশা আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে, বলল যুক্তরাষ্ট্র

প্রত্যাশা আইডিয়াল একাডেমির অধ্যক্ষ ডক্টর গোলাম মাওলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃত ও জীবন ক্লাবের আহ্বায়ক মো. সেকেন্দার আলী, সদস্য সচিব লেখক ও সাংবাদিক অধ্যাপক আবু সালেহ মো. ফাত্তাহ, মহানগর সম্পাদক চিকিৎসক ও গবেষক রওশন আলী খান, শিক্ষাবিদ অধ্যক্ষ সাইদুর রহমান, বাংলালিংকের সিনিয়র জোনাল ম্যানেজার এ কে এম রোকনুজ্জামান, ক্লাবের উপদেষ্টা ও পরিবেশবাদী সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপদেষ্টা লেখক, প্রকাশক ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাঈদ এবং রাজশাহী শিক্ষা গবেষণা পরিষদের সম্পাদক শিক্ষক ডা. ফাহিম আরা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নগর জামায়াতের উদ্যেগে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী, শতাধিক অভিভাবক ও অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বিদ্যালয় চত্বরে দেবদারু, ছাতিম ও নিম গাছের চারা রোপণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।