নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সন্ধ্যা ৭:০৩। ১৯ নভেম্বর, ২০২৫।

রাজশাহীতে ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকিং প্রতারক গ্রেপ্তার

নভেম্বর ১৯, ২০২৫ ২:৫৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপের এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম নাজমুস সাকিব। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর রাজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সদর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নাজমুস সাকিব একটি সাইবার অপরাধ চক্রের সদস্য। চক্রের সদস্যরা ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডিতে বেআইনিভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে। এরপর আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণা মূলকভাবে অর্থ আদায় করে।

সাইবার অপরাধের মাধ্যমে প্রতারণা চক্রের তদন্তে প্রাপ্ত আসামি হওয়ায় নাজমুস সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজধানীর পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের সাকিব অন্য পলাতক আসামিদের যোগসাজসে এ অপরাধে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে র‌্যাব-৫।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।