স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা শাখা।
মঙ্গলবার দুপুরে জেলার পবা উপজেলার চর মাজারদিয়া এলাকার বাসিন্দাদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
২৫০ জন মানুষের হাতে তুলে দেয়া হয় চাল, ডাল, তেল, লবণ, সুজি ও চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের রাজশাহী জেলা শাখা ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। এ সময় তিনি বলেন, রেড ক্রিসেন্ট সবসময়ই মানুষের জন্য কাজ করেছে। এখন বন্যার্ত মানুষের সাহায্যর প্রয়োজন। এখানেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রেড ক্রিসেন্ট। ভবিষ্যতেও এভাবেই অসহায় মানুষদের পাশে দাঁড়াবে রেড ক্রিসেন্ট সোসাইটি।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, রেড ক্রিসেন্টের জেলা শাখার নির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদু, সামাউন ইসলাম প্রমুখ।