স্টাফ রির্পোটার : ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচনের আয়োজক ও দুর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনের পত্যাগের দাবিতে বাম গণতান্ত্রিক জোট রাজশাহীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সাহেববাজার জিরো পয়েন্টে বেলা ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট রাজশাহীর সভাপতি এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাম গণতান্ত্রিক জোট রাজশাহীর আহ্বায়ক রাজীব হাসান মুন্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট মুরাদ মুর্শেদ, বাসদ সমন্বয়ক আলফাজ হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তরা বলেন, কৃষক, দিনমজুরের রক্তে ঘামে গড়া এদেশের সম্পদকে এ শ্রেণির দস্যুরা লুটে খাচ্ছে। এমন করোনা পরিস্থিতিতেও তাদের দুর্নীতি থেমে নেই। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে। এতে জনগণ নাভিশ্বাসের মধ্যে পড়েছে। বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত সাধারণ মানুষ। এমন অবস্থা থেকে মুক্তি পেতে হলে আন্দোলন করতে হবে।
বক্তরা আরো বলেন, এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিলো সমাজতন্ত্রের জন্য। কিন্তু সেই সমাজতন্ত্র আজ উপেক্ষিত। আজ যে সকল বুদ্ধিজীবীরা একটি র্নিদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, তাদেরকে দুর্নীতিবাজরা আজ রাজাকার বলছে। এখন দুর্নীতিবাজদের কি নামে ডাকা হবে? রাজাকারই এদেশের সাধারণ মানুষের অধিকারের কথা বলছেন-এমন প্রশ্নও রেখে যান বক্তরা।
এসময় বক্তরা বলেন, পাশ্ববর্তী দেশ ভারতে ১৫ লক্ষ কৃষক আন্দোলন করছে। কিন্তু আমার দেশের গণমাধ্যম এসব খবর ছাপান না। অথচ এই গণমাধ্যম অতীতে জাতির দূর্দীনে পাশে থেকে বড় ভূমিকা রেখেছে। কিন্তু এখন মিডিয়াগুলো কর্পোরেটের দ্বারা নিয়ন্ত্রিত। তবে গণমাধ্যমকর্মীদের ঐতিহাসিক এমন সময়ে আবারো ভূমিকা রাখতে হবে। এ সময় বক্তরা পাটকল, চিনিকল শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে দাবি করে এসকল খবর জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।