স্টাফ রির্পোটার : রাজশাহী জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। শনিবার (২৮ নভেম্বর) ২৪ ঘণ্টায় রাজশাহী জেলা ও মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে নগর পুলিশ ৪৯ জন এবং জেলা পুলিশ ৫৩ জনকে গ্রেফতার করে।
রোববার (২৯ নভেম্বর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ১১ জন, চন্দ্রিমা থানা ৬ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জনকে আটক করে। ধৃতদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২২ জন গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ তুষার (১৯) কে সেবন করার জন্য, মাসুদ রানা (৪০) কে ২৫ গ্রাম হেরোইনসহ, জাহিদুল (২৪) কে ২৭ গ্রাম হেরোইনসহ, জিহাদ বিন নুর একান্ত (২১) কে ১০ পিস ইয়াবাসহ ; রাজপাড়া থানা পুলিশ মনিরুল ইসলাম মনির (২৭), আলাল (২৭) দ্বয়কে ৭ গ্রাম হেরোইনস ; কাটাখালী থানা পুলিশ কালু (৩৫) ৫.৬০ গ্রাম হেরোইনসহ, বেলপুকুর থানা পুলিশ নূর আনাম (৪০) কে ৬.৫০ গ্রাম হেরোইনসহ ; পবা থানা পুলিশ ফনি (৫৫) কে ২ লিটার দেশি চোলাইমদসহ এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ রিমন (২০) কে ১ লিটার তরল ফেন্সিডিলসহ আটক করে।
অন্যদিকে রাজশাহী জেলা পুলিশের এব সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ৭ জন, মোহনপুর থানা ৪ জন, বাগমারা থানা ৭ জন, দুর্গাপুর থানা ৯ জন, পুঠিয়া থানা ১১ জন, চারঘাট মডেল থানা ৪ জন, বাঘা থানা ৬ জনকে আটক করে। ধৃতদের মধ্যে ৩৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ৮ জনকে মাদকদ্রব্যসহ ৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। তানোর থানা পুলিশ মো. আকাশ আলী(২৪) কে ১৫ গ্রাম শুকনো গাঁজা এবং মো. আনোয়ার হোসেন(৩৮) কে ৫ লিটার দেশে তৈরি চোলাইমদসহ, মোহনপুর থানা পুলিশ মো. মাহাবুল ইসলাম(৩৮) কে ৫০০ গ্রাম গাঁজাসহ ; বাগমারা থানা পুলিশ নাইমুর রহমান ওরফে নাইম ইসলাম (২৩) কে ৫০০ মি. লি. দেশীয় মদসহ ; দুর্গাপুর থানা পুলিশ মতিউর রহমান দুলাল (২৪) ও আশরাফুল(১৬) কে ১০০ বোতল কোডিন যুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ; পুঠিয়া থানা পুলিশ সোহেল রানা ওরফে জুয়েল রানা(৩২) এবং রাশেদুল ইসলাম(২৮) কে ২ বোতল ফেন্সিডিল এবং ১০পিস ইয়াবাসহ আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩