স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ফুটবল এসোসিশেনের উদ্দ্যোগে শুক্রবার থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুই গ্রুপে ৮ টি জেলা মহিলা দল নিয়ে জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের খেলা শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে বগুড়া জেলা মহিলা ফুটবল দল ৩-০ গোলে গাইবান্ধা জেলা মহিলা দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছ্ ে।
বিজয়ী দলের রিতা ২টি ও খাদিজা ১টি গোল করেন। দিনের অন্য খেলায় কিশোরগঞ্জ জেলা মহিলা ফুটবল দল ২-০ গোলে খাগড়াছড়ি জেলা মহিলা ফুটবল দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিজয়ী দলের কানম ও শাপলা ১টি করে গোল করেন। আজকের খেলায় স্গতিক রাজশাহী, মাগুরা,সাতক্ষীরা ও নারায়নগঞ্জ জেলা মহিলা ফুটবল দল অংশ নেবে। অংশ গ্রহনকারী দলগলি হলো যথাক্রমে ক’গ্রুপে রংপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ ও গাইবান্ধা জেলা ।
খ’গ্রুপে স্বাগতিক রাজশাহী, সাতক্ষীরা, নারায়নগঞ্জ ও মাগুরা জেলা মহিলা দল। এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী।
এর আগে তিনি বাফুফেকে ধন্যবাদ জানিয়ে বলেন বাফুফে আমাদের যে সহযোগিতা করেছে তাতে আমরা গর্বিত তবে ভবিষ্যতেও যেন এ ভাবে আমাদেরকে ফুটবলের যে কোন চুড়ান্ত পুর্বের খেলা আয়োজনের সুযোগ দেয়ার অনুরোধ জানান। খেলা উদ্বোধনের পুর্বে আর্জেন্টিনার অধিনায়ক ও বিশ্বেও শ্রেষ্ঠ ফুটবলার মেরাডোনার মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ভাঃ সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী । এ সময় টুনামেন্ট কমিটির আহবায়ক মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, মিডিয়া কমিটির আহবায়ক জিয়া হাসান হিমেল, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শামসুজ্জামান রতন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম সরকার, গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আকবর আলীসহ আগত রেফারী ও দলীও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
32