স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বৃষ্টির পূর্বাভাস টানা কয়েকদিন ধরেই আসছে। কিন্তু বৃষ্টির দেখা নেই! তবে অবশেষে মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে মুষলধারে বৃষ্টি নেমেছে রাজশাহী ও এর আশপাশের এলাকায়।
এই বৃষ্টিতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
মঙ্গলবার সকাল থেকেই চলছিল সূর্য আর মেঘের লুকোচুরি খেলা। কখনও রোদ কখনও মেঘলা আবহাওয়া। সঙ্গে পূবালী বাতাস। তবে ঘড়ির কাঁটায় দুপুর দেড়টা বাজতেই যেন সন্ধ্যা নেমে আসে পদ্মাপাড়ের এই জনপদে। দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। বিকাল পর্যন্ত দমকা হাওয়া আর মেঘের গর্জনে বৃষ্টি চলছিল।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ আবহাওয়া কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এতে মৌসুমি বায়ু আবারো সক্রিয় হয়ে উঠেছে। যার প্রভাবে দেশের অনেক জেলাতেই বৃষ্টিপাত হচ্ছে বা হবে। তার ধারাবাহিকতায় রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়েছে। এর প্রভাবে আগামী দুইদিন রাজশাহীতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, তাদের অফিসে মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে থেকে বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে। এখনও বৃষ্টি চলছে। শেষ হলে এর রেকর্ডকৃত পরিমাণ জানা যাবে। এই ভারী বর্ষণে প্রায় এক সপ্তাহ থেকে চলমান মৃদু তাপপ্রবাহের অবসান ঘটবে বলেও মন্তব্য করেন রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের এই কর্মকর্তা।