স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। (৫ অক্টোবর) সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। তিনি জেলা প্রশাসন থেকে অনলাইনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ শিশু একাডেমি, রাজশাহী জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামান।
শিশুদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের নিবাসী আলিফ হোসেন এবং অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় এর ৮ম শ্রেণির ছাত্রী মাইশা মালিহা। অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পালন করেন, বাংলাদেশ শিশু একাডেমির আবৃত্তি ও উপস্থাপনা বিভাগের প্রশিক্ষক আব্দুর রোকন মাসুম।
আগামি (৬ অক্টোবর) মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে কেবল মাত্র কন্যাশিশুদের অংশগ্রণে চিত্রাংকন প্রতিযোগিতা বিকেল ৩ টায়। (৭ অক্টোবর) বুধবার রাজশাহী এসওএস শিশু পল্লী ইন্টারন্যাশনাল, রাজশাহী আবাসিক শিশুদের চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল টুর্নামেন্ট ও সচেতনাতামূলক সভা। (৮ অক্টোবর) বৃহস্পতিবার বিকেল ৩ টায় এসিডির সহযোগিতায় রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের আবাসিক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। (৯ অক্টোবর) শুক্রবার শিশু বিকাশ কেন্দ্র ও শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসী শিশুদের উন্নতমানের খাবার বিতরণ। (১০ অক্টোবর) শনিবার বিকেল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমি, রাজশাহী মিলনায়তনে শিশু অধিকার বিষয়ক গান প্রতিযোগিতা। (১১ অক্টোবর) রোববার বিকেল ৩ টায় এসিডির পরিবেশনা কোভিড-১৯ এর সচেতনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩