নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:৫৭। ২ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি প্রকল্পের উদ্বোধন

অক্টোবর ২, ২০২৫ ৬:১১
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজশাহীতে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি প্রকল্প-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রানীবাজার সংলগ্ন কাবাব হাউজ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  সীমান্তরক্ষীদের বদন্যতায় শেষ বারের মত বাবার মুখটি দেখলো মেয়ে মিতু মন্ডল

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এবং ট্রাস্টের চেয়ারম্যান ডা. এম. মুর্শেদ জামান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক ডা. ফাতেমা সিদ্দিকা। এছাড়াও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসক ডা. মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ  আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির ফরম তুলে দিয়ে এ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন।

আয়োজকরা জানান, এই বৃত্তি প্রকল্পের মাধ্যমে রাজশাহীর অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা চালিয়ে যেতে সহায়তা পাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।